Wednesday, June 21, 2017

যেদিন মাছ পাইনা সেদিন অবাবেই কাটে | ইমন বড়ুয়া | সেরা ছবি মে-২০১৭ | চিত্রক

জীবিকা, ছবি: ইমন বড়ুয়া
হাসান আলী জীবিকায় জেলে বয়স আর কত এই ৩২ বছর। এক পুত্র এক কন্যা সন্তানের জনক তিনি, তার মেয়েটি ৩য় শ্রেণিতে পড়ে আর  ছেলেটি  এখনো ছোট।সমুদ্রে মাছ ধরে জীবিকা নির্বাহ করে হাসান আলী, যেদিন মাছ না পাই তাহলে ওইদিনটা নাকি তাদের অভাবেই কাটে, যদিও সারা বছর তাদের অভাব লেগে থাকে। কোনো প্রাকৃতিক দূর্যোগ হলে অন্য কোনো ভাবে জীবিকা নির্বাহ করে ।তবে যেদিন ভালোই মাছ পাওয়া যাই সেদিন মাছ বিক্রি করে যাওয়ার সময় তার মেয়ের জন্য একটা করে পুতুল নিয়ে যাই,আর তার মেয়ে সেই পুতুল দেখে অনেক খুশি হয় এবং খেলায় মেতে উঠে
আমরা অনেকেই এই জীবিকাকে ভালো চোখে না,কিন্তু একজন জেলের সাথে একটি করে এমন একটি গল্প থাকে।

আর এই ছবিটিই চিত্রকের মে-২০১৭ এর সেরা ছবি নির্বাচিত হয়েছে

Friday, June 9, 2017

ক্যামেরা লেন্সের ফাঙ্গাস প্রসঙ্গ | নাফিস আমিন | টিপস | চিত্রক

বর্ষাকাল মানেই ক্যামেরা এবং লেন্স এর মধ্যে ফাঙ্গাস পরার সময়, বাতাসের আদ্রতা যখন 80-85 হয় তখন লেন্সে ফাঙ্গাস পরার সবচেয়ে বেশি ঝুঁকি থাকে।
এই সময় বাড়ির বাইরে  গেলে আবহাওয়া প্রতিরোধক ক্যামেরা ব্যাগ ব্যবহার করতে হবে, বাড়িতে ড্রাই বক্স, ড্রাই কেবিনেট ব্যবহার করতে হবে, এসি ঘর/গাড়ী থেকে সঙ্গে সঙ্গে বের হয়ে ছবি তোলা যাবেনা, ক্যামেরাটি ক্যামেরা ব্যাগে রেখে ২০-৩০ মিনিট বাইরে আবহাওয়া সাথে এডজাস্ট হবার পর ক্যামেরা ব্যবহার করতে হবে এবং মাঝে মধ্যে ক্যামেরা এবং লেন্স গুলোতে আলো বাতাস লাগাতে হবে।

যদি লেন্সের ফাঙ্গাস এপারচারের বাইরে থাকে / ছবিতে যদি ফাঙ্গাস এর স্পট না আসে তাহলে ফাঙ্গাস পরিষ্কার করার দরকার নেই। বাংলাদেশে ফাঙ্গাস পরিষ্কার করার প্রয়োজনীয় সরঞ্জামাদি নেই যেমন লেন্স কোটিং মেশিন, লেন্সের এলিমেন্ট এবং এলিমেন্ট সেটআপ মেশিন। ফাঙ্গাস পরিষ্কার করালে ছবির শার্পনেস এবং রঙ আগের মত থাকে না।